নীলিমা 
মোহাম্মদ মোমিনুল হক আরাফাত
সন্ধ্যার আকাশে মেঘ জমে নাই,
মনের আকাশে মেঘ জমে ছিল।
নীল আকাশে বৃষ্টি ঝরে নাই,
বৃষ্ট ঝরে ছিল মনের আকাশে।
সে দিনের সে বৃষ্টি
মুছে দিল সকল স্মৃতি,
কেঁড়ে নিল এ হৃদয় হতে
ওগো নীলিমি তোমায়।
তবু তবু ভাবি তারে সন্ধ্যার অবকাশে,
নীলিমা তো মিশে আছে নীল আকাশে।
ফিরে কী পাব না তারে?
হৃদয়ের প্রান্তর ছিঁড়ে,
চলে গেল নীলিমা  দূরে বহু দূরে। 
তবু আহত এ হৃদয়ে পড়ে আছে,
নীলিমা তোমার ছায়া আর মায়া।
কে বলে তুমি নও আমার?
নীলিমা ছিল আমার
নীলিমা আজো আছে এ হৃদয় গেতে।
কী করে বলব?
ওগো বৃষ্টি তুমি অপরাধী,
যত অপরাধ সবি তো আমার।
ভুল করে 
নীলিমা তোমার প্রান্তে দিয়েছিলাম হাত,
তখনো ভাবিনাই তুমি তো সুদূর আকাশে।
কল্পনার চোখে ভেলা ভাসিয়ে
পেয়েছিলাম তোমায় অতি কাছে।
বাস্তবতা এসে ধাক্কা দিয়ে বলে গেল,
নীলিমা আছে ঐ দূর আকাশে।
আরো বলে নীলিমা নয় তোমার,
যাও ভুলে তারে।
বাস্তবতার কাছে হারিয়েছি তোমায়,
তবু দেখি তারে হৃদয়ের প্রান্তে।
৩০শে অগ্রহায়ন ১৪২১বাংলা,
১৪-১২-২০১৪