যুদ্ধ
মোহাম্মদ মোমিনুল হক আরাফাত
জীবন যুদ্ধে হেরে পরাজয় নিয়েছি মেনে,
দু বেলা দু মোটো খাবার হয়ে গেল স্বপ্ন যাদের,
আমিও আছি তাদের সাথে।
সুখ! সেতো বড় ভেঙ্গ মান,
তারে যায় দেখা যায় নাতো কভু ছোঁয়া।
সুখের খুঁজে গুরি ফিরি না আমি,
সুখ দিয়েছি বিসর্জন।
দু বেলা দু মোটো খাবার চেয়েও হয়েছি ব্যর্থ-
এই তো নিয়তি ।
নিয়তি ধরেছে আমায় নিয়তির অনলে জ্বলেছি-
কেহ করে নাই ছলনা।
সবি ছিল বাস্তবতা,
দু বেলা দু মোটো খাবার থাকেনা যার,
স্বপ্ন মনে থাকা তার অপরাধ,
আমি তো দেখিনাই কভু স্বপ্ন,
কেউ তো ভাঙ্গেনি এই মন।
যাই হওয়ার তাই হয়ে ছিল,
ঝড় ভয়ে গিয়েছিল আহত মনে।
ক্ষুধার জ্বালাই কাতর হয়েছি,
কী করে মনে রাখি তারে?
আমি কী স্বার্থ পর?
উত্তর নাই আমার কাছে।
নিয়তি বড় নিষ্টুর ছিল-
সুখও তাই করেছিল ছলনা।
কে দেবে আমায় ভালবাসা?
কে দেবে মিশে আশা?
জন্মের আগে স্বপ্ন গিয়েছে ভেঙ্গে।
সে কেন হবে আমার?
ভাঙ্গা গড়ার খেলাই চলে জনম আমার,
কেন সে ভাঙ্গবে না আমার এ মন?
সেতো যাই নি আমায় ছেড়ে,
নিয়তি নিয়ে ছিল তারে কেঁড়ে।
২৩শে কার্তিক ১৪২২ বাংলা,
৭ই নভেম্বর ২০১৫ ইংরেজি