ফিরে যাও
মোঃ মোমিনুল হক আরাফাত
চুপি চুপি কবে এসেছ তুমি,
এ মনেরি বাগানে।
নিজের অজান্তে কবে আলোকিত হলো,
অন্ধ হৃদয়ের বদ্ধ দার।
আঁধারে ডাকা ছিল ভূবন আমার
কবে তুমি করেছ আলোকিত,
জানিনা নিজে।
আজ মনে হলে স্বর্গ খুঁজে পেলাম,
তোমারি সাঁড়া পেয়ে
তবু তবু লাগে ভয়,
যদি যাও ছেড়ে কবু মোরে।
কথা দাও প্রিয় কথা দাও,
যাবেনা কবু হৃদয় সীমানা ছেড়ে।
আঁধারে ডাকা ভূবন আমার করেছ,
আলোকিত তুমি।
জানিনা কখন তূমি ভেসে যাবে
নিয়তি স্রোতে।
সে কবে কার আগে হারিয়ে পেলছি তোমায়,
আবার এসে আলোকিত করেছ সবি,
জানি তুমি হবেনা আমার।
নিয়তি স্রোতে ভেলা ভাসিয়ে
যাবে দূরে বহু দূরে,
মিশে যাবে তুমি আকাশের নীলিমার সাথে,
তখনো অন্ধ মনের বদ্ধ ঘরে,
রয়ে যাবে তোমার ভালোবাসা,
চুপি চুপি তখনো আঁকব আলপনা,
ওগো নীলিমা তোমায় নিয়ে,
হয়তো ঝড়বে অশ্রু দু চোখে,
তোমায়- তোমায় ভেবে,
যাও ফিরে যাও বাঁধ দেবার নয় আমি,
তোমার চাই সুখ,
আমার কাছে নাই কোন সুখ।
৭ পৌষ ১৪২১ বাংলা,
২১-১২-২০১৪