কষ্ট
মোমিনুল হক আরফাত
কষ্ট-কষ্ট-কষ্ট-এত কষ্ট কেন বুকেতে?
নষ্ট সেতো হয়েছি অনেক আগে।
ভাগ্য স্রোতে ভেসে গেল স্বপন
কেউ তো রইল না আপন।
কষ্ট মনে নষ্ট জীবন
আছি আমি কোন সুখে?
কড় কষ্টের জীবন -
তাইতো হয়েছি নষ্ট।
প্রতরণার অভাব হয় না।
সবাই করে প্রতরণা
মাল খেয়েও ফিল হই না।
এ কেমন প্রতারণা?
নষ্ট-নষ্ট আমি নষ্ট
বড় কষ্ট এ মনে
জীবনের শুরো থেকে আজো
ছুঁয়ে গেল না সুখ আমায়,
তাইতো হয়েছি আমি নষ্ট।
যাঁরা দেখিয়ে ছিল পৃথিবীর আলো
তাঁদের কারণে ডেকে গেল-
ভূবন আমার আঁধারে।
নষ্ট আমি নষ্ট জীবন
কে করবে আমায় আপন?
স্বপ্নরা আজ দূর প্রবাসে
স্বপ্ন নাই মনে রাজ প্রসাদ কোটি টাকা-
সুন্দরি তমা।
হয়তো স্বপ্ন আমার এই রকম হবে,
মল খেয়ে ফিল হয়ে
মাতলামি করব পথে পথে,
এই স্বপন দেখিনা আমি
এই স্বপন দেখে আমার নিয়তি।
১৫ই অগ্রহায়ন ১৪২২ বাংলা,
২৯শে নভেম্বর ২০১৫ খৃষ্টাব্দ