ক্ষমা করে দিও
মোঃ মোমিনুল হক আরাফাত
ক্ষমা করে দিও প্রিয়তমা,
কখন নিজের অজান্তে বেসেছি তোমায় ভাল-
আজো তো হলো না বলা।
কি করে বলব তোমায় ভালোবাসি?
বলার ছিল না কোন ভাষা,
তাই তো নীরবে আজো কেঁদে যায়।
গোপনে এঁকেছি ছবি হৃদয় কুটুরে,
কত যতনে রখেছি সাজিয়ে তোমায় মন মাজারে।
কী করে বলব তোমায় ভালোবাসি?
ক্ষমা করে দিও আমায়!
নীরবে কাঁদব আমি,
তবু চাহিবনা তোমায় কাছে পেতে।
কী করে হবে দুটি জীবন এক?
ক্ষমা করে দিও আমায়!
স্বপন কখনো নেয় নারে বাস্থাব রূপ,
যদি সে দিনের সে স্বপন,
হয়ে যেত পূরণ।
জীবনটা বোধয় অনেক সুখের হতো।
যাই হবার তাই হয়ছে,
তা নিয়ে আর ভবি না।
মিছে স্বপনের পিছে গুরে লাভ কী বলো তো আর?
ফিরে কি পাওয়া যাবে তারে?
না’কি বিষাদের সাগরে ঢেউ উঠিবে নতুন করে?
লাভ ক্ষতির হিসাব করি না আর!
যাই হবার তাই হয়েছে।
তবু কেন এ মন চাই তাহারে?
ওরে মন আসিবেনা সে তো ফিরে,
সে তো মিশে আছে আকাশের নীলিমার সাথে,
দেখা যাবে সন্ধ্যার অবকাশে।
৮ পৌষ ১৪২১ বাংলা,
২২-১২-২০১৪