এই কবিতার সাথে আমার কোন সম্পর্ক নাই। এক বান্ধবীর অনুরোধে কবিতাটা লিখেছি। কবিতার বিষয়টা সে বলে দিয়েছিল। কেউ কষ্ট পেয়ে থাকলে, ক্ষমা করবেন।


  বিষাদ
মোহাম্মদ মোমিনুল হক আরাফাত


বিষাদ ময় এই ধরা-
চারি দিকে মনে হয় খরা।
মানুষের মতো মানুষ হতে,
চাই নাতো কেউ।
অর্থ প্রাচুর্যের লোভে,
ধ্বংশ করে দেয় বিবেক।


মানুষের মতো রূপ আছে সবার,
ভিতরে নাই মানুষের হৃদয়।
পশুর মাঝেও আছে বিবেক
কিছু-কিছু মানুষের নাই আজ।
তারা ভুলে যায় পরিচয়।
ভুলে যায় ভুলে বাবা-মা ভাই বোন-
এইতো জীবন।


বাবা-মা ভাই বোন কেউতো নয় আপন।
ওরে মানুষ!
কী করে ভুলে যায় তারা-
ভুলে যায় পরিচয়।
জীবনের এতটা দিন কাঁটিয়েছি
যাদের নিয়ে,
আজতো কেউ নয় তারা আপন।
স্ত্রী পুত্র এইতো হল স্বজন।


মনে তো পড়ে না খোকার,
কত বার মায়ের বুকে-
প্রস্রাব পায়খানা।
কত বার মা ঘুমাতে পারেনি-
কত তীব্র ছিল প্রসব বেদন-
কত কষ্টের দশ মাস গর্ভের-
সে মাকে ভুলে গেছ?


দুঃখ করো না নিয়তি বড় নির্মম ছিল।
তোমার নিয়তির ছিল অপরাধ।
সময়ের প্রয়োজন!
সময়ে বলে দিবে উত্তর।


একটিও কি মনে পড়ে না?
সে মা-বাবা!
সে আঁদরের ছোট্ট বোনটিকেও।


তুমিও আজ বাবা-মা
তোমায়ও ভুলে যাবে একদিন
তোমার প্রিয় পুত্র।
সে দিন তুমি অনুশোচনা করবে-
কী ভুল করেছি জীবনে।
তবে সুদরানো যাবে না।
৫ ফাল্গন ১৪২২ বাংলা,
১৭ ফেব্রুয়ারী ২০১৬ ইংরেজি