স্বপন
মোঃ মোমিনুল হক আরাফাত
হৃদয়ের প্রদীপ নিভিয়ে দিয়ে,
চলে গেলে তুমি দূরে বহু দূরে।
আমি তো আছি তোমারি পথো চেয়ে-
অশ্রুসিক্ত নয়ন নিয়ে।
আসিবেনা তুমি ফিরে?
অশ্রুসিক্ত হৃদয়ে।
দেখেছিলে তুমি সুখেরি স্বপন,
তাই তো সখেরি সন্ধানে পাড়ি দিলে,
আমি খুঁজি নাই কবু সুখ,
আমি খুঁজেছি শুধু তোমায়।
তাই তো হাজার যন্ত্রণা বুকে নিয়ে,
আজো দেখে যাই স্বপন তোমায় নিয়ে।
এঁকে ছিলাম যত আলপনা,
করেছিলাম যত কল্পনা,
সবি তো স্বপ্ন হয়ে উঁকি দে দিবা নিশিতে।
তুমি দিয়ে ছিলে দেখা কোন এক ভোরে,
রবি হয়ে।
হঠাৎ সন্ধ্যা না হতে ডুবে গেছো তুমি কোন অপরাধে?
কেনো করে ছিলে আলোকিত ভূবন আমার?
কেনো দেখিয়ে ছিলে স্বপন ক্ষণিকের লাগি?
সবি তো মিথ্যা করে দিয়ে,
চলে গেছো তুমি সুখ সাগরে।
হাজার যন্ত্রণা এ বুকে রেখেছি চেপে,
বলিনাই কবু তোমায় ছলনা ময়ী,
যত আপরাধ যত ভুল সবি তো আমার?
আমি তো ছিলাম শূণ্যের চেয়েও শূণ্য
দিবার ছিল না কিছু তোমায়-
এই মনটা ছাড়া,
তাই তো নিজের অজান্তে দিয়ে ছিলাম।

তোমায় হারিয়ে আজো কাঁদি নীরবে,
  যদি পার কভু
এক বার এসে দেখা দিও মোরে।
১৭ বৈশাক ১৪২২ বাংলা,
৩১-৪-২০১৫