স্বপন
মোহাম্মদ মোমিনুল হক আরাফাত
আঁধারে ডাকা ভূবন আমার করেছিলে আলোকিত,
স্বপ্ন হীন মনে দেখিয়েছিলে স্বপন,
চুপিসারে নীরবে এসে ধরেছিলে হাত খানা,
আজ তুমি নাই আমারি পাশে,
দেখেছিলাম কত স্বপন,
সবি মিথ্যা হয়ে গেল।
থাকিতে চাহিনা বেঁচে এই ব্যর্থ জীবন নিয়ে,
মন মন্দিরের সব প্রদীপ নিভিয়ে দিয়ে,
চলে গেছো তুমি দূরে বহু দূরে।
মিশে আছ তুমি আকাশের নীলে,
দেখা দাও তুমি রাতের আকাশে চন্দ্র হয়ে,
তাই তো আছি বেঁচে তোমারি সাড়া পেয়ে,
আজো দেখি তোমায় নীরবে দাঁড়িয়ে,
তোমারি স্বপন বুকে নিয়ে আজো লিখে যায়।
এই মন বলে আসিবে তুমি অবশেষে,
শত বাঁধা পেরিয়ে আসিবে কী তুমি ফিরে?
বাসিবেনা ভাল মোরে?
স্বপ্ন বুনি স্বপ্ন দেখি
তার নাই কোন অবকাশ,
ভুল করে কবে কাছে গিয়েছিলাম,
তাই তো পেয়েছি কাঁটার আঘাত,
যন্ত্রণাই কাতর হয়েছি-
তবু ছাড়িনাই স্বপ্ন দেখা।
আমি আজো আছি প্রতীক্ষায়
তোমারি স্বাদ নেওয়ার,
যাবে কত দুরে? হৃদয় সীমানা ছেড়ে।
আসিতে হবে তোমায় আবার ফিরে,