নীরবে খুঁজি তোমায়
মোহাম্মদ মোমিনুল হক আরাফাত
অবুঝ মন মানে নারে কোন বারণ,
তাই সে যাই তোমারি কাছে বারে বারে,
নিতে চাই তোমারি সুবাস।
ভুল করে বেসেছি তোমায় ভাল,
ভুল বুঝে চলে গেলে তুমি দূরে বহু দূরে।
অবুঝ মন আজ নীরবে ঘুমিয়ে পড়িল,
সে তোমায় খুঁজে নীরবে নিভৃতে।
প্রকার্শ দিবা লোকে বলে না আর চিৎকার করে,
আজো তোমায় ভালবাসি।
ভুল করে বেসেছি তোমায় ভালো,
ভুল বঝু কাছে আসনি তুমি।
অবুঝ মনটা শোনল আমার বাঁধা,
মনকে পেরেছি বুঝাতে তুমি নও আমার।
তবু পারি নি বুঝাতে অভার্দ চোখ দুটিকে,
পাথর দুটি চোখে ঝড়ে অশ্রু অবিরত,
   তোমায় তোমায় ভেবে।
অবুঝ মন নীরবে পেল শান্তনা,
বলে তুমি নও আমার,
দু জনার মাঝে ভয়ে গেল গঙ্গা যমুনা।
দু-জনার দুটি কূল হবে কী কভু এক?


ভেবে ছিলাম অবুঝ মন নীরবে ঘুমিয়ে পড়িল,
আসলে আজো সে ভুলে নাই তোমায়।
আজো নীরবে নিভৃতে চিৎকার করে বলে,
  তুমি আমার! তুমি আমার!
  নীলিমা, তুমি শুধু আমার।
কে বলে তুমি দূরে বহু দুরে?
কে বলে তুমি সুদূর আকাশে?
তারা তো জানেনা লুকিয়ে রেখেছি তোমায়,
     এ বুকেরি পাঞ্জরে।
২৪শে বৈশাক ১৪২২ বাংলা,
৭-৫-২০১২ ইংরেজি