প্রকৃত আপরাধীর বিচার চাই!


   তনু
মোমিনুল হক আরাফাত


স্বাধীনতা কেনো ধর্ষিত
জবাব পাবো কার কাছে?


একি স্বাধীনতা পেলাম আমি?
আজো কেন ধর্ষিত হয় নারী?
একাত্তরে প্রাণ দিয়েছল
একটি স্বাধীন বাংলা গড়বে বলে
বুকের রক্তে রাজ পথ রঞ্জিত হয়েছিল
তবু কেন আজো পরাধীন?
একাত্তরে শোনেছিল তরুণী নারীর আত্নকার
২০১৬ তে কেনো--
আবার চিৎকার দিয়ে উঠলো তনু?
!!!!!!!বাঁচাও!!!!!!!!!!
এই ডাক শুন নি তুমি
এই ডাক শুনে ছিল মানবতা
তাই তো মনবতা চিৎকার দিয়ে বলে
আমি আবার আসবো তোমাদের ত্বরে
আমি আবার স্বাধীন করবো দেশ
ত্রিশ লক্ষ শহীদের রক্ত হতে দিব না বিফল।


মনে আমার প্রশ্ন জাগে দেশে কি নাই মানুষ?
সবাই কি হয়ে গেল অমানুষ?
এ কোন পাক বাহিনী এ কোন রাজাকার?
কেঁড়ে নিল তনুর সম্ভ্রাম।


ধর্ষিত হয় নাই তনু ধর্ষিত হলো বিবেক!
ধর্ষিত হলো মানবতা।
আর কত এই ভাবে?
আর কত ধর্ষণ দেখবি চোখে?
এই বার হও জাগরিত
ভেঙে পেলো শাসনের দেওয়াল


আর কত এই ভাবে?
এসো এবার জেগে ওঠি সবাই এক সাথে।


তরুণী তনুর চিৎকার শুনিতে কি পাও নি তুমি?
কত বার হাত জোর করে বলেছিল,
আমায় ছেড়ে দাও আমায় বাঁচতে দাও
নিও না গো কেঁড়ে আমার সম্ভ্রাম।


আমি বাঁচতে চাই!
আমি আলোকিত করতে চাই ধরণী
আমায় করোনা…..


তনু আজ নাই আমাদের পাশে
চলে গেছে বহু দূরে
তনুর মৃত্যু আত্না চিৎকার দিয়ে বলে
একটুও কী কাঁদে না মন?
আমার মৃত্যু দেহ দেখে।
আর কত ঘুমিয়ে থাকবি কাপুরুষের দল?


আর দেখিতে চাই না ধর্ষণ
এই বার হও সবাই সচেতন।
লাতি মেরে ভেঙে পেল
পরাধীনতার শিঙ্কল।
১০শে চৈত্র ১৪২২ বাংলা
২৩-৩-২০১৬
৫ঃ ৪২ বিকাল