মিনতি
মোহাম্মদ মোমিনুল হক আরাফাত
দ্বি-প্রহরে দ্বিবা লোকে পেয়েছি তাহারে,
দ্বিধা দন্ধ ভুলে পেয়েছি খোঁজে ছন্দ,
রজনী গন্ধার নাই গন্ধ
শুধু যে আছে,,,,
কালের কেয়া ডুবেছে মহাকালে,
ডুবু-ডুবু মাঝি খোঁজে তাহারি প্রাণ,
তুমি তাহারে করিবে জীবন দান!
জগ জননীর ভেসে
তুমি আছো মহাকাশে।
বেদনা ময় ধরাতে-
স্বপ্ন মরে বক্ষ তলে।
তোমারি অপরূপ মহীমায়,
অধম হয়ে যায় উত্তম।
রিক্ত দুটি হাতে,
চেয়ে আছি তোমারি প্রান্তে,
করে দাও জীবন আমার পরিপূর্ণ।
সংসার সাগরে নামিব কেমনে?
যদি নাহি পাই আশ্বাস তোমার।
তাহার কাছে নিয়ে যাও মোরে,
যে খোঁজে দিবা নিশিতে মোরে।
জীবন্তের মাঝে মৃত্যু আমি,
স্বপ্ন ভেঙ্গে হল চুরমার।
নিঃশ্বষ ধরার নিঃশ্বষ আমি-
কেহ শুনে না আত্নকার আমার।
বিধি সবি স্বপ্ন বিপলে গেল,
অবলায় ডুবেছে রবি।
আঁখির প্রান্তে নাই কোন আলো-
যে দিকে তাকাই দেখি শুধু আঁধার।
স্বপ্নরা আজ দূর প্রবাসে-
দূর থেকে দে যে উঁকি।
বিধি তুমি করে দাও মোরে পরিপূর্ণ,
করে দাও স্বপ্ন জাগরিত-
তুমি ছাড়া নাই তো কেহ দেখার।
৫ই শ্রাবণ ১৪২২ বাংলা,
২০শে জুলাই ২০১৫ ইংরেজি।
এলবামঃ স্বপ্ন হারা মন-৪৯