মেঘ জমে ছিল
মোঃ মোমিনুল হক আরাফাত
তোমার চলে যাওয়াতে এ মনে মেঘ জমে ছিল,
তোমায় হারিয়ে ঝড় উঠে ছিল হৃদয়ে।
তোমায় হারিয়ে কাল বৈশাকি ঝড় উঠে ছিল এ মনে,
তোমায় হারিয়ে ঝড় বয়ে গেল এ বুকে।
যত স্বপ্ন ছিল এ মনের বাগানে,
সবি উড়িয়ে নিয়ে গেল কাল বৈশাকি ঝড়ে।
তোমায় হারিয়া এতটা কাঁদব জানিনাই আগে।
আহত হৃদয়ে রেখেছি তোমায় সাজিয়ে,
যত ঝড় আসুক যত হোক বৃষ্টি-
আর মুছে দিতে পারবেনা তোমার স্মৃতি।
হৃদয়ের ছেঁড়া পাল যাই আরো ছিঁড়ে-
তোমায় তোমায় ভেবে।
যত পেরণা ছিল এ মনে,
সবি আজ মিথ্যা হয়ে গেল।
হাজার বছর বাঁচার স্বাদ
নাই আর মনে।
হয়তো মুক্তি দেবে মৃত্যু আমায়!
এতটা হারব ভাবি নাই কবু আগে,
দীপ নিভে যায় মন ভেঙে যায়।
ভাঙ্গা মন কে আর জোড়া লাগায়?
নীরবে একা কেঁদে কেঁদে-
দু চোখেরি জল শুকিয়ে গেল।
আর নাইতো চাওয়ার কিছু,
পাবার নাই তো বাকি আর।
যা হারিয়ে গেল…
তা ফিরবে না এ জনমে।
তাই তো নীরবে তরী ভেয়ে পাড়ি জমায় ওপাড়ে,
সমুক্ষে দেখা মিলে তার,
আছে দাঁড়িয়ে দীপ হাতে নিয়ে।
২৩ চৈত্র ১৪২২ বাংলা
৬-৩-২০১৫