হারিয়ে গেলাম
মোহাম্মদ মোমিনুল হক আরাফাত


কাজল কালো চোখেরি মাঝে হারিয়েছি নিজেকে,
তাইতো দিবসে রজনীতে স্বপন-
তোমায় নিয়ে।
জানিনা নিজে আজ কী হল আমার,
ছেনা সবি লাগে যে বড় অছেনা।
দিবসে নিশিতে কারে যেন ভেবেছিলাম,
হয়তো দিয়েছে সে আজী সাঁড়া।
পেয়েছি খুঁজে তারে
রেখেছি সাজিয়ে হৃদয় সিংহাসনে।
আজ তো মনে হয় স্বর্গের মাঝে আছি,
এত দিন কেন ছিলে দূরে বহু দূরে?
আর একটু আগে দিলে না কেন দেখা?
স্বপ্ন কবু হয় কী সত্য?
যদি হয়ে থাকে সত্য
তুমি কেন হবে না আমার?
দিবসে নিশিতে ভাবি ওগো তোমায়,
আসিবেনা তুমি আমারি জীবনে?
যদি নাহি পার কভু আসিতে পাশে;
তবু করিনা ভয়।
আমিতো রেখেছি তোমায় বুকেরি পাঞ্জরে,
কে বলে তুমি দূরে বহু দূরে?
আমিতো বলি চিৎকার করে,
সেতো আছে আমরি বুকে।
নিয়তি যদি কেঁড়ে নিতে চাই তারে-
কী করে দেব তারে বাঁধা?
কাজল কালো আঁখির মাঝে হারিয়েছি নিজেকে,
তাইতো ভাবি তারে দিবস নিশিতে।
২৭শে বৈশাক ১৪২২ বাংলা,
১০-৫-২০১৫ ইংরেজি