চলে গেছ
::::মোমিনুল হক আরাফাত::::
চলে গেছ তুমি দূরে বহু দূরে,
কোন সে ভুলে?
ফিরাতে চাই না তারে,
বিষাদের কারাগারে বন্ধী আমি_
আজো ভেলা ভাসাই চোখেরি লোনা জ্বলে,
নীলিমা তুমি তো হলে না আমার,
কোন সে ভুলে ভাঙ্গলে স্বপন-
জানিনা নিজে।
কত সুখ পেলে আমায় ভাসিয়ে
দু চোখেরি লোনা জ্বলে।
স্বপন বুনে ছিলাম কোন এক ভোরে,
দিয়েছিলে দেখা তুমি রবি হয়ে,
হঠাৎ আকাশ আমার মেঘ কালো হলো।
বৃষ্টি নামিল বজ্র পড়িল,
জ্বালিয়ে গেল এ মনেরি স্বপন সকল।
নীলিমা সেতো লুকাল মেঘের আঁড়ালে,
বৃষ্টি থামিল তবু দেখা মিলে না নীলিমার।
তাই তো ভূবন আমার ডেকে গেল আঁধারে,
চন্দ্র সূর্য রুজি দেখি
তবু দেখা মিলেনা নিলীমা তোমার।
তাই তো হলো না আলোকিত ভূবন আমার,
নীলিমা আজ আলোকিত করে অন্যের ভূবন,
আমার ভূবনের সকল আলো কেঁড়ে নিয়ে-
হারালে নীলিমা তুমি কোথায়?
আজো মনের আকাশে ঝড়ে বৃষ্টি,
নীলিমা তোমায় - তোমায় ভেবে।
মাঝে মাঝে থমকে দাঁড়ায়,
কার যেন সাড়া পেয়ে।
তখনি মনে হয় নীলিমা এসেছে ফিরে,
নীলিলা তোমার নীল বিষে,
চেয়ে গেল হৃদয় জুড়ে।
২৬ বৈশাক ১৪২২ বাংলা,
৯-৫-২০১৫ইংরেজী