ত্যাগ
মোহাম্মদ মোমিনুল হক আরাফাত
তোর কাছে জানাই কাকূতি মিনতি,
একটি অনুরোধ রাখিস তুই।
ভাঙ্গিস নারে চৌদ্দ পুরুষের,
দেওয়া এই ছোট্ট বাড়িটা।
কী চাস আর তুই?
আর কত নিবি বল?
ডলু নদী তোর বিষাক্ত নিশ্বাসে,
হারিয়েছি সর্ব সম্বল।
শেষ সম্বল দু-রুমের বাড়িটা,
নিস নারে কেঁড়ে,
তোকে জানাই এই অনুরোধ;
চরণে তোর দু-হাত রেখে।
অনেক দিয়েছি তোকে;
আর কত দিব বল!
নিয়েসিছ তুই আখের ক্ষেত,
আরো নিলি চুপারি বাগান।
বুড়ো কাঁঠাল গাছটিও,
পাইলনা ছাড়।
আর কী দিব তোকে?
দেবার কিছু নাই প্রাণটা ছাড়া।
নিয়ে যা এক তুই একবার এসে,
এই নিশ্বাস হীন প্রাণ।
তবু নিসনারে তুই চৌদ্দ পুরুষের দেওয়া,
এই ছোট্ট বাড়িটা।
২০-৬-২০০৮