নীলিমা
মোহাম্মদ মোমিনুল হক আরাফাত
ভাঙ্গা মন লাগবেনা কভু জোড়া,
স্বপ্ন কভু হবে নাত সফল,
এইতো ছিল নিয়তির লিখন।
না বুঝে তোমায় বেসেছি ভাল,
দেখেছি যত স্বপন তোমায় নিয়ে,
সবি মিথ্যা করেদিয়ে-
চলে গেছ তুমি অন্য হৃদয়ে।
আমার সকল চাওয়া পাওয়া,
নীরবে মরে গেল অহত বুকেরি গভীরে।
কেন দেখেছি স্বপন জানিনা নিজে,
ধোঁকে ধোঁকে জ্বলে পুড়ে হয়ে যাচ্ছি ছাই।
দেখাতে চাহিনা কাহারে আমার আত্ননাদ,
সুখে থাক তুমি!
আমি অজো চেয়ে আছি তোমারি পথের প্রান্তে,
তুমি তো কবু হবে না আমার,
তুমি তো থাক দূর আকাশে মেঘ হয়ে।
আমি তো আছি মাটিতে।
যদি কবু বৃষ্টি হয়ে ধুয়ে নাও আমার যত দুঃখ,
মেঘলা আকাশের দিকে তাকিয়ে,
আজো নীরবে কাঁদি আমি।
জানি তুমি নও আমার তুমি তো দূর আকাশের,
ভেবে ছিলাম কবু তুমি বৃষ্টি হয়ে ধুয়ে দিবে,
এ বুকেরি যন্ত্রণা সকল।
যত দিন বেঁচে রব-
তত দিন দেখিব স্বপন তোমায় নিয়ে,
হয় তো কখনো তুমি দিবে বৃষ্টি ।
মেঘ ডাকা আকাশ আমার হয়েছিল আলোকিত ,
তোমারি সাঁড়া পেয়ে।
আজ আবার ডেকে গেল ঘন অন্ধকারে,
তোমার চলে যাওয়াতে।
২৮-বৈশাক ১৪২২ বাংলা,
১১-৫-২০১৫ ইংরেজী