খুঁজি ফিরি তারে
মোহাম্মদ মোমিনুল হক আরাফাত                                                                                                                                                                                                                                                                                                                      
অমৃত নহে মোর প্রণয়,
তাইতো গিয়েছে তলে।
ক্ষণিকের মায়া ডোরে,
বেঁধে ছিলে মোরে।
বি-রাগিণী সুরে
কেভা আসে কাছে?
বিহিত রজনীতে,
যোগনী দেখা দে ক্ষণে- ক্ষণে।
ফিরে ফিরে চায় তারে,
আসাদান নাহি হয় তারি কাছে।
তৃষাতুর এই অন্তরে
প্রভা লেগেছিল তারি।
বিহিত ভালোবাসা হয়ে গেল বিলীন
ক্ষণিক মায়াই জড়ালে আমারে।
বিলীন আজ চাওয়া পাওয়া,
স্বপন হারাই বুকেরি গহীনে,
স্বার্থ পরের এই জগতে,
কেভা আসে কাছে?
হৃদয় পরতে জং ধরেছে-
আঁধার নেমেছে দিবা লোকে।
যোগনির খোঁজে বৃত্তা যায় প্রহর,
আসেনাত সে কাছে।
ভুলেও দেনা সাড়া
দিবা রজনীতে।
এ মন বলে
যা তুই চলে।
স্বার্থ পরের জগতে
প্রণয় মরে আহত বুকেরি গভীরে।
৫ই শ্রাবণ ১৪২২ বাংলা
২০শে জুলাই ২০১৫
এলবাম- প্রেম হীন এ হৃদয়-45