সবুজের গাঁ
মোহাম্মদ মোমিনুল হক আরাফাত
হইলরে ভোর কুলিল সবাই ডোর,
চুক্ষ মেলার আগে কানেতে আসে,
ঘুঘুর ডাক।
সবুজের উপর শিশিরের চাঁদর,
পড়িল ওগো শ্যামলের গায়ে।
চিকি চিকি রোধ করে খেলা,
সোনালি প্রান্তরে।
সিনিগ্ধ হওয়ার দোলা লাগে,
কৃষাণের অন্তরে।
কিশোর বৃদ্ধ সবই বসে,
শুখনো ঘাসের উপর।
সূর্য মামা হাত বুলায়,
তাদের মাথার উপর।
নকশি কাতা সামনে নিয়ে,
বসে দু চার জন।
পাখিল গুঞ্জন শোনা যায়,
এইতো আমার গাঁয়ে।
এসব ছেড়ে থাকব আমি_
কেমন একা সুখে?
ইচ্ছা করে এক নিমিশেয়,
উড়ে যায় যেন ঐ গাঁয়ে।
২১-১-২০১০