ক্যাকটাস


নহে বসন্ত এখন দুরন্ত বৈশাখ
প্রচন্ড সমীরে ছিন্নভিন্ন আম্রবন
এমনি আমার মৌন গঙ্গায় জোয়ার
উঠেছে প্রবাল ধূর্ত আষাড়ি জোয়ার
ভেঙেচুরে চুরমার আপ্লুত হৃদয়
হয়ে গেছে  ক্যাকটাস।
বাড়ির ফুলের টবে আমার প্রস্থান
অথবা পার্ক শর্য্যায়।
আমি কখনো অমূল্য, কভু বড় সস্তা
আমার মনের ব্যথা
হৃদয় মাঝে অনলে জ্বলে পুড়ে মরে
বাহিরে সতেজ বৃক্ষ
ক্ষুদ্রাকায় ক্যাকটাস।


নহে বসন্ত এখন দুরন্ত বৈশাখ
তবু বহি  ঝড়ঝঞ্জা থেকে আমি মুক্ত
নিরবে ঝিমায় টবে মনোহরি টবে
সকালে বিকালে জলে আমি পরিতৃপ্ত।


এ বাড়ির ছোট মেয়ে
আমার বড় পছন্দ বেজায় পছন্দ
সে আমাকে করে তৃপ্ত প্রতিদিন নিশি
আর উলুকভুলুক দৃষ্টি মেলে চায়
দূর সীমানায়
হয়তো বা নবো বন্ধনের খোঁজ তার
সমস্ত দৃষ্টিতে।
একদিন যাবে চলে
তব নিজস্ব অঙ্গনে স্বপ্নের ভান্ডারে
শুধু রয়ে যাবে নিঃস্ব ক্যাকটাস
হয়তোবা জলাভাবে শুকিয়ে মরবে
দুর্লভ ফুলের টবে।


নহে বসন্ত এখন দুরন্ত বৈশাখ
সকলে ভাবে প্রচণ্ডখুশি তৃপ্ত মনে
মোর বসবাস
বেলকুনিতে টাঙ্গানো টবে ক্যাকটাস
মজেছে পরকীয়ার অডেল সমুদ্রে
আপনার  বিশ্ব ছাড়ি।
সবই ভুল অশোধিত উদ্ভট বক্তব্য
আমি দুঃখী বড় দুঃখী
অপরের জলে চলি।