পরিচয়


আমি ঝরে পড়া বুনো ফুল
যার কোন মুল্য নেই এই বাস্তব জিবনে
আমি বৈশাখের ঝড়ো সমিরের কানে কানে--
কথা বলা এক বালক অতুল।
আমি ভোরের শিশির বিন্দু
রৌদ্রময় সভাতে বিলিন দুফোটা অম্বুর--
আমি বয়ে চলা খরস্রোতা নদ সিন্ধু
যারে করো তুমি দুর দুর।


আমি তোমার গৃহেরপাশে করি বসবাস
যারে তুমি থুতু ছোড়ো রাগে
শিমুলের মতো লাল আর বিরক্ত নিশাস
বের হয় যেন তোমা হতে অন্ত অগ্নি ত্যাগে।
আমার দোষ তোমাকে চায় ভালোবাসি তায়
যদি ঘৃনা  করি তবে সেটা নিতান্ত অন্যায়।
জানি তুমি অন্য কারো তায়
কে আমি তা বলা না বলা কি আর আসে যায়।


সুখি হোক তোমার জিবন
শতোকোটি গ্যালাক্সির সম।
আমার আখিরজল কভু তোমার জিবনে ---
হবে না অভিশাপ জানিও আশিবাদ মমো।