স্বভাব


আমার চরিত্র মাঝে আমার স্বভাবে
যাহা ছিল তাহা রবে
ওগো বধূ প্রিয়া
তুমি প্রিয় আপনার জান-প্রাণ হিয়া
বৃথা চেষ্টা করো না রে
আমি আপনারে
আপনার মত করে তোর হাত ধরে
সাজাতে চাই রঙিন ধুন্ধর বিশ্ব রে।


আমি তোমার অঙ্গনে
তুমি আমার প্রাঙ্গণে
দুজনে মোরা সঙ্গিনী শুধু দুজনার
তবু আপনার
অভ্যাস স্বভাব রবে
আমার চরিত্র মাঝে আমার স্বভাবে।