এ তুমি কেমন তুমি ,সপ্ন ভাঙ্গ সপ্ন গড়?
নিজেই বলো যাও চলে যাও,নিজেই
সে পথ আগলে ধরো ,
আমিতো সেই তেমনি আছি
ভালোবাসার সৃষ্টি থেকে,
আজও হঠাত্ ঘুম ভেঙ্গে যায়,পাইনা
সাড়া তোমায় ডেকে,
এ তুমি কেমন তুমি নওতো জটিল নওতো
সরল,
ভাবতে গিয়ে মন ভিজে যায় উতলে
ওঠে প্রেমের গরল,
এখনো তোমার ছোঁয়া লেগে কল্পনার
ওই রুমাল সুতোয়,
বাস্তবে যে দাওনা ধরা পালিয়ে
বেড়াও নানান ছুতোয় ,
এ তুমি কেমন তুমি আকাশ বাতাস প্রশ্ন
করে ,
কুয়াশাগুলো সাক্ষী হয়ে আমায় এসে
জাপটে ধরে ,
ওদের বোঝাই তেমনি আছো যেমন
ছিলে অগোছালো ,
তাইতো আমার রক্তকণায় আজও লেগে
তোমার ভালো ,
এ তুমি কেমন তুমি?না না তুমি এমনি
থেকো ,
প্রতি রাতের সপ্নে এসে চেনা নামে
আমায় ডেকো,
প্রশ্ন এ নয় ও প্রেয়সী আমিও এমন থাকতে
রাজী ,
জিতবো তোমায় পরজন্মে তোমার
ভালোবাসার বাজী ,