ভোরের শিশির আজ বৃষ্টির মতো এসে ছুঁয়ে যায় মুখ ,
অপরূপ শিহরনে জেগে উঠি চমকিত বুক ,
এযে অমলিন সুখ --


তোমার বাড়ির ছাদে শিউলির পাতা ছুঁয়ে হাওয়াগুলো ছুটে এসে,
নতুন নতুন  সুরে গেয়ে যায় গান ,দূর করে যত দুঃখ,
এযে অমলিন সুখ -


পৌষের রাত শেষে মাঘ এসে দেয় উঁকি ,
ঝুটো প্রেম বয়ে আনে প্রাণ হারাবার ঝুঁকি,
ভেবে তবু লাজে রাঙ্l এ চিবুক -
এও সেই অমলিন সুখ -


ভাবি তুমি ছুটে এসে মিশে যাবে গোধূলিতে খালি পায় ,
ভোরের শিশিরে ভেজা নরম ঘাসও আজ তোমার স্পর্শ চায় ,
প্রেয়সী সূর্য্য দেখি পশ্চিম আকাশ ঘিরে  লাল টুকটুক,,
ভেবে ভাবি অমলিন সুখ ,


নির্বোধ আমি আজ কতকিছু বুঝে শুনে ভালোবাসি ,
অপমান,গালাগালি,লা ঞ্চনা সয়ে তবু ছুটে আসি,
অনিশ্চয়তা বলে তোমায়  হারাতে হবে,ভয়ে বুক করে ধুকপুক,
আমি জানি তুমি রবে আর আমি পাবো অমলিন সুখ --
চির অমলিন সুখ --