জীবন ছিলো বড়ই কঠিন ভাঙ্গা গড়ার গভীর টানে,
একাকীত্ব যন্ত্রণারা সঙ্গী ছিলো আমার প্রাণে l
অবাক হয়ে খুশীরা এলো যখন তুমি বন্ধু হলে ,
নতুন করে ভালবেসে বাঁচার মতো ভরসা দিলে l
চলছিল বেশ ওনলাইনে বন্ধুর মাঝে বন্ধু খেলা,
এখন অনেক গভীরে তুমি সময়ে ভালোবাসার পালা l
শৈশব আর কিশোরে তখনও তোমার মুখটা স্বপ্নে ধোঁয়া ,
যৌবনে আজ তোমায় ভেবে ফুলে ফেঁপে ওঠে প্রকৃতি রোঁয়া l
মনের গভীর গহনে যখন তোমায় আমি খুব কাছে পাই ,
দেহমনে আমি দাহ্য হয়ে কৃষ্ণচূড়ার ফুল হয়ে যাই l
শান্ত শীতল বাতাস হয়ে তখন তুমি সামনে আসো ,
লজ্জারাঙ্গা দুচোখ নিয়ে বলতে এলে ভালবাসো l
মনে পড়ে আজ প্রথম প্রোপোজ জীবনমরণ পাড়ে দাঁড়িয়ে,
কিছুনা ভেবেই অসঙ্কোচে আমিও দিলাম হাত বাড়িয়ে l
ভালোই ছিলো ভালোবাসাবাসি কিছু হাসাহাসি স্বপ্ন ছিলো ,
জানিনা কোন এক অজানা ঝড়ে ভালোবাসাটা হারিয়ে গেলো l
আমিও তখন গুছিয়ে নিলাম নিজেকে ঠিক নিজের মতো,
তুমিও হয়তো ভালই ছিলে সরিয়ে স্বপ্ন স্মৃতি যতো l
কিন্তু বন্ধুত্ব কি বরফ পাহাড় রোদ পেয়ে সে গলে যাবে?
বন্ধু হলো পলিথিন সম যুগের পরেও অক্ষত পাবে l
সেই বন্ধুত্বের টানেই যখন আবার তুমি ফিরে এলে ,
আমি বললাম মনের মানুষ হতে পারো সময় পেলে -
আবার তুমি হলে রাজী প্রেমিক হতে অসঙ্গতি ,
জীবন আমার দিলাম সঁপে না ভেবেই কোনও যোগ নিয়তি l
ভালবাসা ছাড়া বন্ধু কিসের আমিও জানি তুমিও জানো,
তাইতো আজ ভালবেসে দুরে থেকেও কাছে টানো l
ভালোই আছি ভালবেসে থাকতেও চাই করেছি পণ,
সব প্রশ্নের উত্তর তুমি তোমাকে চাই সারাজীবন -