গিটারের মরচে ধরা তারে অবিরত সুর
খুঁজি,
সভাকুট্যিমে সব্রীড় আমি আজ নিঃসঙ্গ
সমীরনে -
তোমার অলস চোখের সপ্ন আজ আমার
গানের পুঁজি -
ভাবনারা আজ মশাদের মতো ডানা
ঝাপটায় মনে -
বহু অতীতের স্মৃতি সেই বোতল আজ
ছিপি খোলা,
নিসঙ্গতায় পড়ে তোমার ভালবাসায়
এঁটো অবশিষ্ট জল বড় ঘোলা -
ভালো আছি তোমার অভিমানের
পেয়ালায় ময়লা হয়ে ,
প্রতিদিনের অবহেলাময় নিন্দা সয়ে ,
তবুও শীতল অগ্নিস্পর্শের অপেক্ষায় ,
বোধহয় মুক্তি পাবো এ্ই নববসন্তে ঝরে
যাওয়া শুকনো ফুলের অলংকরণে --