তোমাকে উপলব্ধিতে লাগে অন্তর
দিব্যদৃষ্টি,
তুমিই আমার ঋতুর রাণী ,অহংকারী
সৃষ্টি..
ফুলের বাহারে রঙ্গিন করো
পরিযায়ীদের কাছে টানো,
আমি জানি তুমিই শ্রেষ্ঠ কালের
ধারা তুমিই জানোl
তোমার আসল রূপ দ্যাখা যায়,গভীর
রাতের অন্ধকারে,
তোমার যতো রঙের বাহার দেবীর
বোনা এ মাফলারে l
আশির বুড়ির হচ্ছে কাশি,সে বলে শীত
জ্বালাপালা,
যে যা বুঝুক শীতের বাহার জানে
মনের চিকন কালা l
শীতের আর্জি,বসন্ত প্রেমীর মনে
এলার্জি ,
ভোটের পরখে জিতুক বসন্ত তুমিই হলে
বেস্ট প্রডিজি l আমার প্রিয়া শীতের
পাহাড় চাঁদের পাহাড় হিমালয়ান,
আমিও তাই শীত ভালোবাসি
,ভালোবাসি শীতের দেওয়ান -----