সেদিন আমি বলবো তোমায় যাবার বেলা
বলবো ,
এখন গভীর নিজস্বতায় আপন মনে চলবো l
অভিমানে দগ্ধ হয়ে ইচ্ছেমতো জ্বলবো,
দুঃখ সুখের বোঝা বুকে শূন্যপদে টলবো l
সেদিন আমি বলবো তোমায় যাবার বেলা
বলবো l
থাকবো দুরে অচিনপুরে,
স্বপ্ন রবে ওই অদূরে ,
হবো সহজসরল ভবঘুরে
নৈকট্যেই ভুলবো l
গাইবো গান নতুন সুরে,
নাম বেনামী সব আদরে,
তিক্ততাতেই শুনবো শুধু শোনার মতোই
শুনবো l
সেদিন আমি বলবো তোমায় যাবার বেলা
বলবো l
মনের মাঝে ঘাতপ্রতিঘাত,
জানলা বাইরে বাড়িয়ে দুহাত,
বৃষ্টি ছুঁয়ে কল্পনাতে নিজের মতো
ভিজবো -
ভালবাসায় হয়ে প্রণত ,
ডাইনে বুকে সুখের ক্ষত ,
নাহয়েই কোনও হতাহত
প্রতিবাদী ঝড় তুলবো l
সেদিন আমি বলবো তোমায় যাবার বেলা
বলবো l
অন্ধকার আসবে ধেয়ে ,
তোমার চোখে দুচোখ চেয়ে ,
শেষ নিঃশ্বাস বুকের মাঝে যত্ন করে
রাখবো ,
সব রেষারেষি গা ঢেষাঢেসি ,
কিছু কম ছিলো কিছু ছিলো বেশি ,
অবনত হয়ে খুব চেষ্টায় নীরব হয়ে থাকবোl
শেষ অপেক্ষায় শেষ নিঃশ্বাসে
গভীর ঘুমে ঢুলবো ,
সেদিন আমি বলবো তোমায় শেষ
বেলাতেই বলবো -ll