ও মেয়ে!
কি চাও তুমি?


কাছে আয়।ও বসতে মানা !
কিসের তরে?
আদর দিব,সোহাগ দিব-
ভালোবাসার ফুল ফোটাবো।


আধার রাতের জোৎস্না হবো  
কখনও বা ঝি ঝি পোকার ডাক শোনাবো ।
জোনাকি হয়ে পথ দেখাবো।


বসত করার ভিটে দিবো। ঘরও দিবো-
ঘরের ভিতর আয়না হবো।
তোর নুপুরের ছন্দ হবো।


বকুল ফুলের সুবাস হবো
বৃষ্টি এলে মাথার পরে ছাতা হবো।
রংধনুতে সাজিয়ে দিব।


বেলা শেষের ক্লান্তি হবো-
জোৎস্না রাতের সঙ্গী হবো।
শরৎ আকাশ তোকে দিব।


শীতের শেষে বসন্ত এলে
কোকিল হয়ে গান শোনাবো।
মুঠোফোনে সুর ছরাবো।


দূর হতে তোকে ভাবি।
স্বপ্ন স্মৃতি যত আঁকি-
বেলা শেষে সবই ফাকি।।