কবিতাটা ঠিক তোমার মনের মতন নয়!কিছুটা অগোছালোই বলতে পার,তবুও তোমায় নিয়ে।
ওখানে দারি কমার যে বিস্তর ব্যবধান তা হয়ত তোমাকে কিছু ক্ষন আনন্দের মাঝে বেদনা দিয়েছে বৈকি।
ঠিক তুমি যেভাবে চাও-ওভাবে কেউ লিখে না।ওটাতে ভয় আছে আরো কত্ত কি!


না কবিতাটা যদি সেই ১৭/১৮তে লিখতাম তবে সত্য তোমার নামটা তু লেই দিতাম।
এই বয়সে ভয় আছে তার সাথে সংশয়!
আছে সমাজের,অফিসের ,ঘরের ইত্যাদির;ঠিক না?
ওই যে পুকুর পারে বটগাছের লতায় দোল,কখন ওবা নদীর ধারে ছাতিম তলে একলা বসে আনমনে ঠিক তাই ভাবছি!
ভাবনারা বড় কালো!
ওরা তিক্ষ্ন আর বেশ বেলেল্লা।


কবিতাটা যদি কোন শীতসাঝে লিখতাম সত্যি তোমার দেয়া নকশীকাঁথা কি লেখা ছিল বলতাম!
যানি তবুও তুমি বিশ্বাস করবে না!


হেতা তার স্বপ্ন স্মৃতি,
করুন মোর রোদন আঁখি
তোমা হতে বহু আরো বহু দুরে
ছায়াতরু হয়ে আছি মন মরুতটে।।
দ্বীপদেশ (সংক্ষিপ্ত)