নেই !তবুও নেই কিছুতেই নেই!
আজকাল মনের ভিতরকার শক্ত যে সম্ভার তা যেন সস্তা কোন চায়ের স্টল।
কাক ডাকা ভোর হতে মধ্যরাএি পর্যন্ত-
কত লোকের আনাগোনা।
মিথ্যের মাথায় বাজ পড়ুক!


ফ্যাকাশে  চাঁদের আলো,
দোলার দোলে স্বপ্ন অসার।


এইতো আলো!
আরে না ওটা অলিক! নেহাৎ মূর্খ্য কিছু ধূম্যজাল, নোনা জলে মনও জ্বলে।
হতভ্ম্ব নীলের দোয়াত, ঠিক মরচে পরা কোন নাবিকের অসাড় নোঙ্গর। (সংক্ষিপ্ত)