তোমায় একটা সকাল দিতে চাই
যে সকালের শীতল হাওয়া আছে ,
সূর্যের মৃদু মায়া আছে,
শিশিরের বুকে ঘাসফড়িঙের লাফালাফি আছে।
যে সকালে মানুষ নীল-পদ্ম তুলে।
খেজুরে জল রস হয়ে হারিতে পরে।
যে সকালে ঘুম ভাঙ্গে পাখির ডাকে,
যে সকাল গত রাতের কথা বলে।


তোমায় একটা সকাল দিতে চাই,
যে সকালে দরজার নিচে নিউজ পেপার থাকে,
যে সকাল শুরু হয় চায়ের কাপে।
তোমায় একটা সকাল দিতে চায় ,
যে সকালে সূর্য উঁকি মারে জানালার ফাঁকে ।
যে সকালে ভালোবাসা কথা বলে মৃদুস্বরে।


মনা,
     তুমি আমার জীবন গড়ার উপাদান দিবে
গভীর রাতে জেগে থেকে আমায় নিয়ে স্বপ্ন বানাবে!


অস্থিরতায়,
          আমার দিকে হাত বাড়াবে!
ভুল গুলো ভুল হবে না সঠিক বলে মেনে নেবে।