আমার ছোট বেলার গল্প লিখা হবে
গল্পের আদলে নয় কবির কবিতায়।
দুপুরের রৌদ ক্লান্ত হয়ে যখন বিকেল নামে
ঘাসফড়িংগুলো তখন ভালোবাসা বিলাতে ব্যস্ত হয়।
সকালের কুয়াশা কেটে গিয়ে যখন হালকা উষ্ণতা আসে
আলিশের লেপছিরে ঘুম ভেঙ্গে ছুটে রোদেলাকাশে
বসন্তের ডাকে মাঠে-ঘাটে ফুলে ফুলে
আকাশ-বাতাস রঙিন করে রাখে।


গ্রামের শিশুরা, আমার বন্ধু কুল পিছু ছুটে
চুপি চাপি যায়, আমার পিছে আয়,
ঐ দেখ একটা শব্দ করিস না।
ধাপ করে গিয়ে ধুপ করে ধরে
চালাক তারা ধরার আগেই উড়ে।
একটা ধরলে আমাদের আনন্দে পাড়া মাতিল রে।
রোদেলা বিকেলে,পাড়ার মাঠে
ঘাসফড়িং আর আমাদের হাসি খুশির হট্টগোলে
পাড়ার লোকের আনন্দ মিলে।


চল যায় পড়তে......
রাত পোহালে সকাল হবে, আবার খেলা হবে