আমার যদি একটা এটি রঙা রামধনু থাকতো,
আমি তার নাম দিতাম মন🥰
মন আমার জীবনে রামধনুর ন্যায়
যে করেছে আমায় সমৃদ্ধ,ভালবাসার দৃপ্ত পরিণয়🩵
আমার ওই রং টা ঠিক দেখতে তোমার মতন,
যেখানে আমার হৃদয়, বিলীন রয়ে গেছে ভালোলাগার পরে,
ঠিক তুমি আমার প্রাণের সখা🩵
ঠিক যেনো নয়নের কাজললতা।
ভালবাসার রং যদি নীল হয়,তাহলে তোমার ঐ নীলাদ্রি আঁখিতে,আমি বারবার হারিয়ে যাই,
যেনো প্রতিটা জীবনের অর্থ খুঁজে পাই😘
ভালবাসার রং যদি সাদা হয়,সেই স্নিগ্ধ রূপ হলে তুমি,
যেখানে আমি সরল হওয়া,স্বচ্ছ কাচের মতো বিস্তৃত অপরূপ মনোরূপী,সেই তুমি🧡
ভালবাসার গহীন হৃদয়ে,বিলীন হওয়ার ভালবাসায়,নিজেকে মেলে ধরে,আপন করে সহজ হওয়ার নাম তাই মন💜
যেখানে আমি হারিয়েছি বারে বারে,সেই তুমি হলে আমার প্রিয় আপনজন🥰