চোখের জল


নির্ঘুম রাতে ভাসা ভাসা চোখ ,
ভাসে এলোমেলো স্মৃতি
ভাসে প্রেমিকার মুখ
জানি বুকের কোণাতে মোড়া
মুঠো ভরা সুখ
আর বাকি সব বেদনায় ভরা ---
মনে পড়ে কাঁধে হাত
চোখে চোখ ,
তারপর হেসে হেসে মিষ্টি আদর
মন বলে সেই খেলা আরো আরো হোক


মাঝে মাঝে সব কিছু মিশে যায়
রাতের অন্ধকারে ,
বন্ধু চোখের জল ঝরে অনাদরে
ভেসে যায় মাথার বালিশ
তবু আরো আরো আরো যন্ত্রণা হোক
ভাঙ্গা চোরা মনে মাথা খোঁড়া হোক
এক ঝাঁক হাসি
ভেজা চোখের সামনে ভেসে যাক
বিরহের বীজ মাটির গভীরে পোঁতা থাক ---


আবার নির্ঘুম রাতে ভাসা ভাসা চোখ
ভাসে এলোমেলো স্মৃতি
ভাসে প্রেমিকার মুখ
জানি বুকের কোণাতে মোড়া
মুঠো ভরা সুখ
আর বাকি সব বেদনায় ভরা ---
এতো বৃষ্টির ধারা
চোখে না বলেই আনি ,
চোখের জল বেহিসাবি শুধু ঝরাতেই জানি l