নাচো তুমি দেবী নটীনির বেশে
নাচো ভদ্রতার ঝকমকে
লালায়িত দৃষ্টির সামনে ,
নাচো এ কোঠা ঘরের
এ প্রান্ত থেকে অপর প্রান্তে -
নাচো ঘুরে ঘুরে কোটিদেশ
বিধরূপে বাঁকায়ে ,
নাচো তানপুরার সুরে -
ওর তারের ঝংকারে ,
ক্ষুধার্ত শরাবি চোখের সামনে
নাচো বসন্ত বাহারে -
নাচো দাদরা হতে ত্রিতালে
ছন্দে ছন্দে
নাচো দুহাতের নানা মুদ্রায়
তালে তালে
নাচো শত বেদনা ঢাকা দিয়ে
মুখে রেখে হাসি ,
কাজলে লেপিত চোখ দেখে
বলুক সর্বনাশী !
নাচো সুরধনির খর -ঝংকারে
নাচো ও দেহের সুবাস
ছড়াক এ ঘরে ,
নাচো আজ হয়ে অর্থের সাথে
হৃদয়ের বিনিময় ,
আজ সব সুখ কেনা হবে
চার দেওয়ালের আলোর মায়ায় ll