ঘোমটার আড়ালে অস্পষ্ট মুখ
ছায়ার মতন ভাসে,
লক্ষ্য টাকে অদৃশ্য করে
স্বার্থ হাসিলে মজে।


অদৃষ্টি দোহায় হাতে
নিরব কিছু দৃষ্টি পাতে,
গদ্য লেখে তারা নিঝুম রাতে
সপ্ন তারা মনে গাতে।


মধু মাখা কথার ভাঁজে
মনকে তারা হনন করে,
নতুন কিছু পাবার তরে
যত সুথা বলবে কানে।


চতুর তারা নিজেকে ভাবে
নেয় না কানে, লোকে কি বলে ?
আসলে তারা আহমুকের দলে
পশ্চ্যৎ গত হয় সব গেলে।