সেই কি ভালো
যে তোমারে পশ্চ্যৎ এ টানে
অন্ধকারে তমাল তলে
বাতি বিহীন রাখে ধরে।


যার আঘাতে বারধক্য তুমি
যৌবন হারা যুবক,
যে তোমোর সুখের বেলায়
কেবল দেয় দুখ।


তার তরে কেন তবে
বাজাও সুখের বীণ,
তুমি কি বেহুশ হারা
নৌয়ের নাবিক
খুচ্ছনা কোন কূল,
অচি্রেই সুমুদ্র
ওঠবে তুফান,মরবে তুমি।


কঠিন পৃথীবি শূন্য হাতে
ছাড়বে তোমায়......।।


কি লাভ বল সেই দলে থেকে
আসনা ফিরে নতুন সাজে
গাও নতুন গান,
শূন্য হাতে ফিরে দিলে ধরা
বিদ্রোহ করব মোরা।