হারিয়ে আমি নিজও সত্তা
লুকিয়ে রেখেছি মনের  রত্না
আপনার ভয়ে নিচ্ছে রফতা
দেখেনি বলে স্বস্থিতে করতা ।


বলেনি মন এতদিন মোরে
ভাবিয়া তুলেছে বংশ ভরে
তাকাইনি চোখে একটু দুরে
আছে বলে বল নিজ স্বরে ।


হেনেছে আঘাত আজ শরীরে
হাসছে দুরে মন পিঞ্জরে
সইবে কত নীরব সুরে
মন আর আমি এক নয় যে ।  


-----মণ্ডল দাদা