অভাব আমারে স্বভাবের ভয়,
দেখিয়ে জনম ভরে।
দেখিতে ছিলনা ভুবনের কিছু,
ঘরটা কে পর করে।
দুখের সাগরে ভাসিয়ে কত না,
ব্যথার চেপেছে বুকে।
সম বেদনার সুর দিয়ে গেছে,
ছলনা দিয়েছে শোকে।
শান্ত দিছে দুঃখ করনা,
সবরে মেওয়া রা ফলে।
দূর হতে কতো তামাশা করে,
কত কি যে যেতো বলে।
লজ্জা তাড়াতে নবার করিত,
মুকুট এর সম লজ্জা।
এটি ছাড়া নাকি মানুষের নাই,
সমাজে অস্থি মজ্জা।
চুনকাম করা হাড্ডি তে এসে,
হাত বোলা তো কত।
দাঁতে দাঁত চেপে বেড়ে উঠো,
সুখ পাবে শত শত।
অভাব আমারে স্বভাব শিখালো,
পেটে খেলে পিটে সয়।
এতটুকু ত্যাগ না করিলে পরে,
মানুষ কি করে হয়।