যাবার বেলা
ফরহাদ
অস্ত যাওয়া রবির মতো বিদায় বেলা,
ছড়ায় খানিক আলো।
ভুল ভেবোনা অন্য কিছুর ছেলে খেলা,
সবাই থেকো ভালো।
জীবন বেলার অল্প থাকা সময় টুকু নিয়ে,
চলতে যেন পারি।
যে পথ নিয়ে এসেছিলেম মোহের টানে ভুলে,
সে পথ যেন ধরি।
সাঙ্গ হলো হাসি খেলার উজান বেলার আলো,
এখন আবছা অন্ধকারে।
ধনের জনের জ্ঞানের  বড়াই করি কত সময়,
কত জনের ভেঙেছি মন কাবা।
দিও ক্ষমা বিদায় বেলার তরে মনের মাঝে,
রেখো না আর বাধা।
যেমন পাবার পেয়েছি তা যাবার বেলা রেখে,
শুন্য স্বপ্ন একে।
অস্ত  রবির বাকি টা ক্ষণ ভুল বুঝিতে ভুলের,
আখির জলে জলে।
একলা এসে ভুবন চরে, ভিভোর ছিলাম খেলে,
সুখ সোহাগের ভিরে।
শুন্য ছিলাম এই কথাটি মনের ভুলেও কভু,
জপ করিনি আর পিছনে ফিরে।
যাবার বেলা দাওনা বিদায় জল ভরে নয় খুশে,
যেন বুঝতে না পায় ব্যাথা।
ঝিঝির পোকার মতো ক্ষানিখ আলো জেলে,
বুঝায় কিছু সত্য নিরবতা।
এবার তবে আখির পানি মুছো ছাড়ো মায়া,
মনের কোনে পার যদি রেখো।
অবহেলার পাত্র ভেবেও কভু মনে হলে,
মোর ছবিটা একোঁ।