কেউ তো দেখেনি পথ পাশে পরে,
শীতের কুয়াশা গায়ে।
বাছাটারে কত রেখেছে যতনে,
ছেড়া জামা খানি গায়ে।
কত ওম ওয়ালা পশমি কাপড়ে,
ঘুম গোরে নগরী।
আর যে সহেনা শীতের এ যাতনা,
এই বাঁচি এই মরি।
ওপর ওয়ালারা ওপর তলাতে
কুয়াশার গান শুনে।
গাছ তলে পড়ে এরা সারক্ষণ,
ছেড়া কাথা শুয়ে বুনে।
শুকনো বদনে হাঁসিতো ফুটেনা,
কুয়াশার মেঘে ঢাকে।
দুঃখ দেখে যে কুয়াশার চাঁদ,
আমাব্যসায় ভাসে।
শীতের পুশাকে কেমন দেখাবে,
পরে থাকা শিশু টি কে।
কেউ  কি দেখেছে নতুন জামাতে,
একবার তা পড়িয়ে।
তোমাদের খুকার মতোই ওদেরও,
ফুল সম হয় মনে।
করুনা  দিয়ে যবে দাও ওদের,
শীতের জামাটি এনে।
জাগো জাগো ঐ ওপর ওলারা,
বস্ত্র বিলিয়ে দিয়ে।
বাকী জীবনের দৃপ্ততা  নাও,
পরপারে সুখ পিয়ে।