দুঃখ দেখেছি খুব কাছে থেকে,
বুকেতে দিয়েছি  ঠাই।
বিরহ বেদনা  কুড়ে কুড়ে খেয়ে,
কিছু বাকী রাখে  নাই।
মরেছে কতনা মনের আশারে,
ফুটিতে দেয়নি ফুল।
যত বার চেয়ে ফিরে এসেছি তা,
চেয়ে দেখি সবই ভুল।
সাথীরা বলেছে কতনা  বেকথা,
অমানুষ বলে কেউ।
বলতে পারিনি দুখের সাগরে,
উঠেছে অথৈয় ঢেউ।
কেউতো বুঝেনা প্রাণের কাকুতি,
এক ফুটা জল চোখে।
হাজার জনমে জমায়ে রেখেছি,
পাথর চাপা এ বুকে।
মনটা কতটা ছোট হয়ে গেছে,
ভুলেও ভাবিনি মনে,
কুয়াশার বুকে শুন্য উদনে,
চলি বসন্ত  বনে।
আকাশে বাতাশে ছড়ানো যে গান,
কেউ তো শুনেনা কানে,
গানের কথারা ধ্বনিত হয়েছে,
এক গানে আর গানে।
দুখেরা দুখের সঙ্গি হয়েছে,
বেদনারে সাথে নিয়ে,
মনের কালিরা আল্পনা আঁকে
কলঙ্কে রাখি  দিয়ে।
চেতনা যাতনা জল সম হয়ে,
বাষ্পের  সনে উড়ে।
পথ চেয়ে থাকি হবে অবসান,
চায় পিছু পিছু ফিরে।