রাত্রি শেষের যাত্রী
ফরহাদ
রাত্রি শেষের যাত্রী আমি,
টিকিট ছাড়া  ট্রেণে।
ধরায় কবে পরবো  নাকি,
অজ্ঞতার স্বজ্ঞানে।
মুখে নেই ভাষা বুকে নেই বল,
অভিমান চোখে ভাসে।
আইনের চোখে ধরা বাধা নাকি,
আধারের ছায়া ভাসে।
স্বপ্ন আমারে কাঁদাবে এভাবে,
জানিতাম যদি আগে।
চরিতাম  না রাতের ট্রেণেতে,
ভুল কিছু আশ্রয়ে।


পিছনে ফিরিবো  নাই কোন পথ,
রাত্রির ট্রেনে চরে।
অপরাধি হয়ে পারি দিবো  হয়,
আধারের কালো ঘরে।