ঈদ এসে গেছে বাবা যে আমারে,
কিনে দিবে নয়া জামা।
কি যে আনন্দ সহেনা পরানে,
আর মানছে না মানা।
নয়া জামা পড়ে সারাদিন ঘুরে,
ফিরে আনন্দ নিয়ে।
পাখি ফুল দেখে দৌড়ে বেড়াবো,
কত সুখ পিয়ে পিয়ে।
নয়া জামা পেয়ে হবো নয়া আমি,
কত দুখ যাবো ভুলে।
দুহাতে জড়াতে গন্ধ শুকিবো,
দোলনায় দোলে দোলে।
দুপুর গরালো বাবাতো আসেনা,
জামা খানি আর নিয়ে।
চলনা ভাইয়া পথ চেয়ে দেখি,
রাস্তার ধারে গিয়ে।
দেউড়ির পাশে দাড়িয়ে থাকিবো,
বাবা না  আসিবে যবে।
ফিরবো না মোরা পথ চেয়ে রব,
দেখি বাবা আসে কবে।
শান্তির হাটে বাবা গেছে আজ,
তারা তারি যেনো আসে।
নতুন জামার সুখ যেনো ভাই,
আজই মোর চোখে ভাসে।
দেখনা ভাইয়া পরনের  জামা,
তেনা হয়ে গেছে কবে।
তারে ভালোবেসে সাদরে গৃহে,
রেখে দেবো সৃত্মি ভেবে।
সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এলো,
বাবা তো আসে না ফিরে।
চলো না ভাইয়া শান্তির হাটে,
হেটে চলি ধীরে ধীরে।
চলো চলো দেখি বাবা কেন আজ,
আসেনা মোদের ঘরে।
কি জানি কে জানে বাবা আজ কেন,
এত অভিমান করে।
হাটি হাটি করে শান্তির হাটে,
দুজনে আসিয়া দেখি।
বাবা যে আমার দুচোখ মুচিছে,
হায় হলো আজ এ কি!
বুঝেছি বাবা গো লাগবে না জামা,
তবু তুমি যদি হাসো।
ঈদের খুশিতে ভরে যাবে মন,
তুমি কত ভালোবাসো।
তোমার আদরে বুঝে নিবো বাবা,
জামাটি পড়ার সুখ।
তুমি বেচে থাকো তাতেই হবেগো,
ভরে যাবে মোর বুক।