সেই সব ঈদগুলো


বেদনার জল মুছে মুছে কত,
আসিত সে সব ঈদ।
অনাহারে থাকা কত পরিবার
চিন্তায় হারা নিদ।
যাদের পরনে তালির জামাতে,
বছর করিত পার।
ঈদ এসে গেলে কি করে যে তারা,
কিনিতে পারে না আর।
লোক লাজে মরে ঈদ বলে কথা,
সামাজিকতার  নামে।
হত বিহব্বল গৃহ কর্তা
উপায় নাহি  তো জানে।
আদরের খুকি চাই চুরি আর,
চাই রাঙা ফিতা  মালা।
শূন্য পকেটে দিক বিদিকে,
ছুটে বুকে নিয়ে জালা।
নুন আন্তে পান্তা যাদের,
ফুরায় নিতুই পাতে।
কেমন করে সাহেবানী ঈদ,
আসবে তাদের প্রাতে।
সেই সব ঈদ মনে পরে খুব,
এই সব ঈদে আজ।
দুচোখের জল নিরবে গড়ায়,
মনেতে মেঘের সাজ।