লাখো শহীদের রক্তের দান,
অর্জিত স্বাধীনতা।
ভেঙ্গে দিয়ে ভুল দুঃ শাসনের,
মুছে দিলো কালো পাতা।
পাষানে হৃদয় বেধে কত মা,
ছেলে দিয়েছিলো যুদ্ধে।
তুমি আজ মা সেরা হয়ে আছো,
ইতিহাসে বলা উর্ধ্বে।
কত বোন চোখে স্বপ্ন ভেঙ্গেছে,
পেয়েছি পতাকা হাঁসি।
ভাই তার আজ ফিরে এলো ঐ,
রাজ পথ ভালোবাসি।
মুছে গেলো শত বাধা বনদুর,
পরে থাকা জির্নতা।
আমরা পেয়েছি মা -মাটি, ভাষা,
চলা চলে স্বাধীনতা।
আর কেউ নাহি পারবে চালাতে,
অবিরাম গুলাগুলি।
নিপাত করেছি কালো শাসকেরে,
ইতিহাস দেখো খুলি।
আমরা পেয়েছি স্বাধীনতা আজ,
ভুলেছি বিভেদ সবে।
একতা মোদের করেছে প্রমান,
স্বাধীনতা দূর্জয়ে।