আমার এ ঘর ভেঙে দিয়ে যদি,
তুমি থাক মহা সুখে।
ঘরবাড়ি হীনা নাই ক্ষতি কোন,
শান্তনা পাব  বুকে।
আমারে সাগরে ভাসিয়ে যদি গো,
কুল খুজে পাও তুমি।
সারটি জনমই জলে যাব ভেসে,
তুমি যদি সুখি শুনি।
আমারে ভুলিয়া কভু যদি  আরও
দূরে গিয়ে বাধো ঘর।
এতটাই তবু মনেততে রাখিবো
যতটা ভেবেছো পর।
আমারে আধারে রাখিলে যদি গো,
আলোকের দিশা পাও।
যাও চলে দূরে জীবন আলোকে,
আন্ধার দিয়ে যাও।
বেদনার জলে ভেসে ভেসে কভু,
যদি শুনি তুমি সুখে।
চির বেদনার সৃত্মি দিয়ে ঢেকে,
রেখে যাও এই বুকে।
কালের আবহে দুখে দুখে  যদি,
চলে যায় আমার দিন।
অন্ত বেলায় হেসে যাব তবু,
তব যদি ফিরে দিন।
মরনের পরে হেসে হেসে যাব,
যদি পায় তব দেখা।
সুখ টুকু তব দিয়ে দিব মোর,
হেটে চলে যাব একা।
আমারে আগুনে পুরালে যদিগো,
শান্তনা পাও মনে।
জালাও দহনে  আজীবন জলি,
একা একা নির্জনে।