আমারে সেদিন চিনিবে যেদিন,
থাকবো না আর ভবে।
দিবা নিশি সদা পরবে মনেতে,
কি দিলে আমারে কবে।
বুকে প্রেম ছিল বুঝনি কখনো,
দিয়েছো যতটা গ্লানি।
প্রকাশের নাই ভাষাটুকু  মুখে,
বেদনা হয়েছে বাণী।
কত অবহেলা দিলে ছুরে মেরে,
অভাগার চলা পথে।
কত না আশারে মেরেছো নিরবে,
নিশি দিনে আর প্রাতে।
কত না সুখের স্বপ্ন সাজায়ে,
পথ পানে চেয়ে আমি,
তুমি ফিরে গেছো আর কোন পথে,
আঁখি ভরে দিয়ে পানি।
তব ছলনারে ফুল ভেবে  সদা,
ভুল করে ভাসি ভালো।
আমি আন্ধারে খুঁজনি তবুও,
জ্বেলে একফুটা আলো।
বুঝিবে  সেদিন রবেনা যেদিন,
মোর সৃত্মি তব মনে।
সৃত্মিভ্রম হয়ে খুঁজবে আধারে,
একা একা নির্জনে।