হে কপাল তোমায় তিলক পরালাম,
আদর করেছি কত।
তোমার জন্য কত কি নিয়েছি,
মাদুলি তাবিজ শত।
কোথায় খুঁজে বেরাব তোমারে,
আজ বড় আমি ক্লান্ত।
কত বার কত আশায় খুঁজেছি,
পথ চলা অভিশ্রান্ত।
পাহারে খুঁজেছি গাছের শিকরে,
নদী ঝিনুকের মাঝে।
হাটেতে খুঁজেছি দাওয়া খানা ভরে,
তবুও আসেনি কাজে।
দিয়ছ কি ফাঁকি ভাসাব যে আখিঁ,
দেখা দাও তারা তারি।
শুনে রেখ আর বাঁচবনা ভবে,
লেগে গেছে বারা বারি।
তোমার আশাতে সব শেষ তবু,।
কিছুত  হল না হায়।
বলনা তোমার খুঁজেতে এখন,
কোন বনবাসে যায়।
পার্থিব সুখে মন কেন আজ,
মনোযগ দিল  বেশি।
কত না চাওয়ার মরন হয়েছে,
প্রেরণা হয়েছে বাসি।