পূর্ব আকাশে শুক তারা রূপে
      ফুটেছিল যে দুটি ফুল,"
ভাল বেসে শুধু বেদনা পেয়েছি
        এত টুকু মোর ভুল।"


     কত অশান্ত পাথারের বুকে,
       কমে গেল কত জল।
  পানের বেলা দূরের ছেরে,"
       আঁখি প্রাণে ছল ছল।
     কত বসন্ত এলো ফাল্গুন,
    ফুল পাখি তা তো জানে।
   ভালবাসা মোর ফুটল না আর
         কোমরের কলতানে।


মাঝি রা নোঙর ফেলে দিলো ঘাটে,"
  পাখিরা ফিরেছে নীড়ে।
সুখে রা এ বুকে জ্বেলেছে আগুন,
   প্রিয় যে আসেনি ফিরে।


আর যে পারি না বিরহের জ্বালা,
    হাহাকার করে মনে।
হারানো প্রেমের পথ খুঁজি বনে,
    একা একা নির্জনে।


ওগো প্রেম, তিমি ফিরে এসো বুকে,
      ভুলে গিয়ে অভিমান।
তুম হীন চোখে নদী বয়ে চলে,
নামে অশ্রুর বান।